ধামইরহাটে যুমনা নদী ভাঙ্গনে ঈট দিয়ে নির্মিত রাস্তা বিলীন।
ধামইরহাটে যুমনা নদী ভাঙ্গনে ঈট দিয়ে নির্মিত রাস্তা বিলীন।
other updated 10 months ago

ধামইরহাটে যুমনা নদী ভাঙ্গনে ঈট দিয়ে নির্মিত রাস্তা বিলীন।

ধামইরহাটে যুমনা নদী ভাঙ্গনে ঈট দিয়ে নির্মিত রাস্তা বিলীন।

মেহেদী হাসান রাজু,ষ্টাফ রিপোর্টার:

নওগাঁর ধামইরহাটে রাস্তা বিলীন হওয়ায় ৪ গ্রামের মানুষ বিপাকে পড়েছে। যোগাযোগের ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে ধামইরহাট উপজেলার ৭নং ইসবপুর  ইউনিয়নের পরানপুরের আদর্শগ্রামের অনেক পরিবার। 

স্থানীয়রা জানায়,পরানপুর,জামালপুর সহ বেশ কয়েকটি গ্রামের যোগাযোগের জন্য আদর্শগ্রাম-ইসবপুর রাস্তা।ঈটের রাস্তাটি নির্মাণের পর থেকেই যুমনা নদীর ভাঙ্গন শুরু হয়। চলতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এবং অতি বৃষ্টির ফলে আদর্শগ্রাম ঈটের রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে। দ্রুত সময়ের মধ্যে ঈট রাস্তাটি ভাঙ্গন রোধ করা না হলে পরানপুর আদর্শ গ্রামের শতাধিক পরিবারর নদী ভাঙ্গনে পথহারা হয়ে যাবে বলে আশঙ্কা করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো:মাহফুজুল আলম লাকী বলেন, বিপুল অংকের টাকা ব্যয়ে ইসবপুর টু পরানপুর আদর্শগ্রাম এলাকায় পাকা রাস্তা ও ঈটের রাস্তা নির্মাণ হলেও নদী ভাঙ্গন রোধে গাইড বাঁধ নির্মাণ না হওয়ায় পুরো রাস্তা নদীতে বিলীন হয়ে যাচ্ছে।পরানপুর আদর্শগ্রাম রাস্তার রক্ষার জন্য বিষয়টির দিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট তিনি জোর দাবী জানিয়েছেন। 


এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী মো:সুমন মাহমুদ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরশ নিউজ কে বলেন, নদী ভাঙ্গন থেকে রাস্তাটি রক্ষার জন্য অর্থ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দেওয়া হবে।

0
1
0
0
0
0
0
0
1
0 Comments

Follow Us on Facebook