আমার ছোট্ট স্বর্গ ভেড়ামারা
আমার ছোট্ট স্বর্গ ভেড়ামারা

আমার ছোট্ট স্বর্গ ভেড়ামারা

লেখিকাঃ শাহনাজ পারভীন

আমার ছোট্ট স্বর্গ ভেড়ামারা
লেখিকাঃ শাহনাজ পারভীন


আমার ছোট্ট স্বর্গ ভেড়ামারা
সকল সুখের বসবাস!
এখানে আমরা,
কোমলপ্রাণ মৃদু বাতাসে হৃদয় খুলে হাসতে পারি
পাশেই পদ্মারপাড়ে কিছুক্ষণ সবাই বসতে পারি।
তাহার উপর দাঁড়িয়ে আছে সারাক্ষণ
লালন সেতু ও হাডিং ব্রিজ এখনো,
ঈশ্বরদী আর পোড়াদহ স্টেশনের মাঝে আমার ছোট্ট শহর
ভেড়ামারা নগর।

পদ্মার ধারে মনিপার্ক,
হাতে হাত বাড়িয়ে দুজন দুজনার অবদানে সব সময় গল্প কবিতার মাঝে ছড়িয়ে থাকি।
কতজনে আসে আনন্দ দানে!
খেলায় মেলায় মিলন মেলায়
থাকে সারাবেলায়।
ঝালমুড়ি বাদাম বুট কত প্রকার মুখরুচির খাবার,
আমিও আসি যখন তখন করি তার কাছে আবদার।
দুজন দুজনার অবদানে পা,পা,করে হাঁটি
আর সুখ দুঃখের কথায় হারিয়ে ফেলি কবিতার মাঝে
সেও আমার কষ্ট বোঝে!
আমি বুঝি তাকে।
সন্ধ্যা মালতী হাত বাড়িয়ে মোদের ডাকে
কোন কিছুর নাই বাকি!!
দুজন দুজনার হয়েছে সন্ধ্যা রাতের জোনাকি।

ছোট্ট কেনাল ছোট্ট ছোট্ট ব্রিজ,
পদ্মার পাড়ে বসে আছে গা ঘেঁসে দাঁড়িয়ে,
আমার দুজন নীল গগনে তাকিয়ে
মৃদু বাতাস কোমলভাবে ছুঁয়ে দেয় নিরবে।

সরকারি কলোনি কি দারুণ দৃশ্য
যদি লেখা লেখি করি দেখবে সারাবিশ্ব।
তার মধ্যে আছে মনোরম পরিবেশে
ফুডপার্ক,
কতটা সুন্দর!
আছে সুখের প্রান্তর!
আমার দুজন দুজনার অবদানে খুঁজে পাই
দু'জন দুজনার অন্তর।
ভাবি না কখনো দুজন দুজনাকে নিয়ে কিছু অবান্তর,

ইয়া,ইয়া,ফুডপার্ক, ধোঁয়া, সাথীপার্ক কতটা অপরূপা দৃষ্টিতে দারুণ দৃশ্য বড্ড লাগে ভালো,
ভীষণ উল্লাসে হয়না মন কালো।
সকলে যায় সকল সময় আলখেল্লা পরিপাটি করে হাতে হাত বাড়িয়ে।
আমিও যায় তাকিয়ে দেখি দুজন দুজনার অবদানে।

বড় দালান দাঁড়িয়ে আকাশ পানে চাহিয়া
দেখে কত ধ্রবতাঁরা,
মডেল থানা, আমার ছোট্ট স্বর্গ ভেড়ামারা।

উপজেলা ভবন দেখতে কতটা মনোরম
তাহার মধ্যে বসবাস করে
সুন্দর মনের মানুষ!
সাদা মেঘের ছাওনি দিয়ে ঘেরা,
মাঝে মাঝে কোমলপ্রাণ উড়ন্ত বলাকা
পুড়ন্ত বিকেল বেলায় হাঁটি আর হাঁটি ,
সকলে মৃদুস্বরে গায় গান
শুধু সুর দিতে বাকি।
মনে হয় আমার নগর সবার চেয়ে সেরা!
আমার ছোট্ট স্বর্গ ভেড়ামারা।

ভেড়ামারা পৌরসভা,
সবার প্রাণকেন্দ্র
বিন্দু বিন্দু ফোঁটা জল নিয়ে করেছে,জয়
কাউন্সিলর এবং মধ্যমণি মেয়র।
সবার মাঝে ছড়িয়ে থাকে এদের ভালোবাসা!
সবাই বলে ভালোবাসি সকল প্রিয় ভ্রাতা,
যোগ্য করে তুলেছি আমাদের প্রিয় নেতা।
যোগ্য ভ্রাতার যোগ্য নেতা সবাই খুশি বেশিই বেশি
নাই কোন সবার মাঝে দলের রেষারেষি।
আমার নগর সবার চেয়ে সেরা,
আমার ছোট্ট স্বর্গ ভেড়ামারা।

বিদ্যুৎ কেন্দ্র,
সবার পাই শান্তির নিঃশ্বাস
ছাড়ে শান্তির প্রশ্বাস
দেখে চাঁদের কিরণ,
অন্ধকারে ভরিয়ে দিল সকল এলাকায়
আলোর ছটা সারাক্ষণ।
পদ্মার পাড়ে বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠা,
সারাক্ষণ অস্থির তোলপাড় সুখের সীমা নেই
করেছে দান স্রষ্টা।
বিদ্যুৎ যায়না বেশিই বেশি
যদিও যায় চলে পদ্মার পাড়ে বসি।
নাই কোন রেষারেষি
সবাই সবাইকে ভালোবাসে একটু বেশিই বেশি।
সবার চেয়ে আমার নগর সেরা
আমার ছোট্ট স্বর্গ ভেড়ামারা

0
0
0
0
0
0
0
0
0
0 Comments

Follow Us on Facebook