আমায় ডেকো
আমায় ডেকো

আমায় ডেকো

কোহিনূর আক্তার

আমায় ডেকো

---------------------------কোহিনূর আক্তার

ভালো থেকে ,

কখনো একা হলে

আমায় না হয় ডেকো ।

আমি তো ছায়ার মতো তোমার কাছেই আছি।

তোমার অবহেলা তিরস্কারে তাতেই আমি বাঁচি।

তোমার স্বপ্নময় নিখিল নিয়ে ভালো থেকো,

কষ্ট পেলে আমায় একটু ডেকো ।

ঔষুধ গুলো সময় মতো খেয়ো ।

আজ কাল প্রায় তোমার প্রেসারটা বেড়ে যায়

তাই ডাঃ এর কাছে যেয়ো ।

রাতের খাবারটা সন্ধ্যা রাতেই খেয়ো।

সিগারেটের ধোঁয়ায় ভাবনা গুলো উড়াও

বিছানায় অনেক সিগারেটের প্যাকেট

তোমার সংসার হয়েছে

তা একটু সরাও।

মর্মর-মুখর হৃদয়ের বন্ধনে

নিস্তব্ধ একা উদাসী পথিক তুমি

কাকে আঁক নয়নের ক্রন্দনে ?

চরণ দাসী হতে অনেক দূরে দাঁড়ালে।

দু -ফোঁটা অশ্রু বিসর্জন হলো তোমার চিত্তের

আড়ালে ।

জানি ! আমার কথা মানবে না

কবে হারিয়ে যাবো,তখনো প্রিয় তুমি জানবে না ।

তোমাকে ভালোবাসি খুব বেশী

সহস্রধারায় কষ্ট জীবন নিয়ে আবার ফিরে আসি।

প্রভাতী মনো- উলুর করুণ সুর

তাতেই কালিমালিপ্ত মনটা

হেঁটে চলে দূর হতে বহুদূর ।

আমি চলে গেলাম,

টেবিলে পড়ে থাকা ডাইরিতে দু কলম লিখে দিলাম।

জানালার খিরকিটা ভেঙে গেছে একটু দেখো

শোবার সময় কম্বলটা ঠিকমতো গায়ে দিও ।

কলম,চশমা,হাত ঘড়ি টেবিলেই গুছিয়ে রেখেছি ।

যাবার সময় প্রিয় তোমার ছবিটা একটু ধরে দেখেছি।

মনে রেখো ,

ভালো থেকো ।

কষ্ট পেলে আমায় না হয় ডেকো ।

0
0
0
0
0
0
0
0
0
0 Comments

Follow Us on Facebook