উচ্চ আকাংক্ষা
উচ্চ আকাংক্ষা

উচ্চ আকাংক্ষা

লেখিকাঃ শাহনাজ পারভীন

উচ্চ আকাংক্ষা

লেখিকাঃ শাহনাজ পারভীন

গরীব বাবার মেয়ে বলে শুনেছি কত কথা,

আড়াল করে কেঁদেছে কত-শত

লুকিয়ে রেখেছে ব্যাথা।

বাবার মতে সংসার বেঁধেছি

কষ্ট পেয়েও থেকেছে সহেছে ভীষণ জ্বালা,

সবাই করেছে নির্যাতন আরও করেছে হেলা।

নতুন বঁধু থেকেছে একলা ঘরে

এক কোণেতে বসে,

সারারাত যেন পাড়ি দিয়েছে

হাজারো বছরের কষ্ট নিয়ে।

সবাই সবার আপন জন সে যেন পর,

এক কোণে পড়ে থেকেছে দেহ করেছে থর থর।

নতুন বঁধু,

পায়নি সোহাগ পাইনি কোন মর্যাদা

খুবলে খেয়েছে মন,

কতদিন কেটেছে অনাহারে দেখেনি কেউ।

সব কিছুতেই ধিক্কার আজব অভিনয়

গরীব বাবার মেয়ে!

তাই তো সে পণ করেছে

স্বপ্ন দেখবো বড্ড বেশি সেই ।

স্বপ্ন তাহার অসম্ভব রকম

ভাবে সারাক্ষণ,

খোদাই জানে তাহার খবর

অপেক্ষা থাকে প্রতিক্ষণ।

সন্তান সুখের আশায় আশ্রয় খুঁজে পাই

নতুন জীবনের ধারাবাহিকতায়,

চারিদিকে হাহাকার ছোটাছুটি সকলে নেমেছে

প্রতিযোগিতায়।

সেই লক্ষ্যে বেঁধেছে ঘর

পাবে নতুন জীবন নতুন আভার সৃষ্টি,

চোখের কোনে থাকবেনা মুসল ধারা বৃষ্টি।

সকল মায়ে স্বপ্ন দেখে

হয়তো আসবে সুখ!

সন্তানের ভবিষ্যত দেখে যায়

গর্বিত হবে,

অসহায়ত্ব মায়ের মুখ!

স্বামীর সংসার বড্ড অদ্ভুত

কত-শত কান্ড আজব অভিনয়

আর খুবলে খাওয়া মন,

বাবা-মাকেও ভুলে গেছে

সন্তান সুখ হয়তো পাবে সারাক্ষণ।

কত-শত মায়ায় স্বপ্ন দেখেছে

কত-শত ত্যাগের বিনিময়ে,

এখন আর স্বপ্ন দেখেনা

জরাজীর্ণ দেহ খানে।

শেষ নিশ্বাস মূহুর্তে

ভেবেই চলেছে শুধু তাহার নিয়ে

শেষ ঠিকানা কবরের মাঝে

করবোনা বারাবাড়ি

থাকতে চাই না যত অভিনয়ে।

আজব গ্রহে আজব কান্ড

আজব অভিনয়!

মা যেন সবার কাছে অবহেলার

পাটশালা,

নেই বিশ্বাসের নিঃশ্বাস

নেই কারও কাছে আস্থার ঠিকানা।

নির্মম মা, নিশংস মা, মায়ে বোঝেনা কথা,

মা, নির্মম, নিশংস ছিল বলেই সহ করেছে যত ব্যাথা।

যে মাকে বলে বুদ্ধিহীন একটু বেশিই বেশি বোঝে,

এই মা তোকে জন্ম দিয়েছে রেখেছে বিশ্বজয়ের মাঝে।

মায়ের আকুতি খোদাই শোনে

আল কোরআনে বলে,

মায়ের পায়ে জান্নাত নসিব

খোদার বানী বলে

 

0
0
0
0
0
0
0
0
0
0 Comments

Follow Us on Facebook