খুলনায় নকল সিগারেট বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়।
খুলনায় নকল সিগারেট বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়।
বাণিজ্য updated 4 months ago

খুলনায় নকল সিগারেট বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়।

গ্রাম বাংলার রিপোর্ট

আব্দুল কাইয়ুম খান

খুলনায় নকল সিগারেট বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা।
আব্দুল কাইয়ুম খান,
খুলনায় নকল সিগারেট বিক্রির দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের পৃথক পৃথক অভিযানে দীঘলিয়া ও ফুলতলা উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দুটি প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
 জানা যায় ১০ মার্চ   দিঘলিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কোলাবাজারে  শাহিবুর স্টোরে চৌদ্দশত শলাকা নকল ডার্বি  সিগারেট জব্দ করে। তাৎক্ষণিক দোকানি শাহিবুরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ১৪ মার্চ  ফুলতলা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিরা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে  মায়ের দোয়া স্টোর থেকে সতেরোশত শলাকা নকল ডার্বি সিগারেট জব্দ করে এবং দোকানি সিরাজকে পনেরো হাজার টাকা জরিমানা করে।  জব্দকৃত সমুদয় সিগারেট ঘটনা স্থলে পুড়িয়ে বিনষ্ট  করা হয়। এবং নকল সিগারেট বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা যায়।

0
0
0
0
0
0
0
0
0
0 Comments

Follow Us on Facebook