তেরখাদা প্রতিবন্ধী বিদ্যালয়ে নিজস্ব উদ্যোগে কাভার্ড ভ্যান  প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান
তেরখাদা প্রতিবন্ধী বিদ্যালয়ে নিজস্ব উদ্যোগে কাভার্ড ভ্যান  প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান
শিক্ষা updated 10 months ago

তেরখাদা প্রতিবন্ধী বিদ্যালয়ে নিজস্ব উদ্যোগে কাভার্ড ভ্যান  প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান

তেরখাদা নিউজ


তেরখাদা প্রতিনিধিঃ   আজ ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে  তেরখাদা এনডিডি ও প্রতিবন্ধী বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান কর্তৃক নিজস্ব উদ্যোগে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি করার জন্য কাভার্ড ভ্যান প্রদান করেন।  এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক ঝর্না আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী যথাক্রমে মোঃ ইমরান খান, মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম,সোনিয়া আক্তার, ময়না ও দিবা সারমিন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে কাভার্ড ভ্যানটি হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান নিজ উদ্যোগ বিদ্যালয়ের  শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা প্রদানে কাভার্ড ভ্যান প্রদান করায় বিদ্যালয়ে যোগ হয়েছে নতুন মাত্রা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজামান বলেন,  তেরখাদা সদর থেকে বেশ দূরে বিদ্যালয়ের অবস্থান।বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের কোন ব্যবস্থা নাই। প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনি নিজস্ব উদ্যোগে ব্যবস্থা করেছেন  এ কাভার্ড ভ্যান। তিনি বলেন এখন থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা  দূরদূরন্ত থেকে অতি সহজে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।

Image
0
0
0
0
0
0
0
0
0
0 Comments

Follow Us on Facebook