তেরখাদার  বিভিন্ন স্থানে জুয়ায় সয়লাব।  বিপথে স্কুল পড়ুয়া ছাত্ররা 
তেরখাদার  বিভিন্ন স্থানে জুয়ায় সয়লাব।  বিপথে স্কুল পড়ুয়া ছাত্ররা 
খেলা updated 6 months ago

তেরখাদার  বিভিন্ন স্থানে জুয়ায় সয়লাব।  বিপথে স্কুল পড়ুয়া ছাত্ররা 

তেরখাদার নিউজ

তেরখাদার  বিভিন্ন স্থানে জুয়ায় সয়লাব।  বিপথে স্কুল পড়ুয়া ছাত্ররা 
শেখ মাহাবুব আলম খুলনা প্রতিনিধিঃ
তেরখাদার বিভিন্ন স্থানে কেরাম বোর্ড, মোবাইল লুডু, তাসের স্পটে চলছে রমরমা জুয়ার আসর।  এসব স্পটে মাদকের ছড়াছড়ি পরিলক্ষিত হয়। উঠতি বয়সী যুবক এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা এসব স্থানে ভীড় জমায়। উপজেলার বিভিন্ন স্পটে একদিকে  চলছে তাস কেরাম লুডু অপরদিকে চলছে মদ গাঁজা ইয়াবাসহ নানা রকমের নেশা জাতীয় দ্রব্য। নেশায় আসক্ত হয়ে যুব সম্প্রদায় পৌছে যাচ্ছে ধ্বংশের দ্বার প্রান্তে। সম্প্রতি 
তেরখাদার পূর্ব কাটেঙ্গা  ফাঁকা ভিটার দক্ষিণে (মেইন রাস্তা থেকে দক্ষিণ দিকে ১০০ গজ সামনে বিল অভিমুখে বাড়ির ভিতরে) জনৈক আজাদের বাড়ির কাছে প্রতিদিন কেরামবোর্ড, তাস ও লুডু খেলার নামে জুয়া চলছে। উঠতি বয়সের যুবকরা নেশাও করে। সন্ধ্যা থেকে রাত ৮/৯ টা পর্যন্ত এখানে এসব চলে। ওই পাড়ার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র যুবক সহ বিভিন্ন এলাকা থেকে বখাটে নেশাখোররা ভীড় জমায়। সূত্রে জানা যায়, এ এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি তার নিকটজনকে দিয়ে আসরটি পরিচালনা করছে। প্রতিদিন আসর থেকে চাঁদা তোলা হয় বলে জানা গেছে। এলাকাবাসীরা পূর্ব কাটেঙ্গা এলাকা থেকে জুয়া ও মাদকের আসর ভেঙ্গে দেয়ার দাবি জানান।

0
0
0
0
0
0
0
0
0
0 Comments

Follow Us on Facebook