তেরখাদায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগ উঠান বৈঠক
তেরখাদায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগ উঠান বৈঠক
চাকরি updated 2 years ago

তেরখাদায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগ উঠান বৈঠক

পরশ নিউজ বাংলাদেশের প্রথম নিউজ শেয়ারিং প্লাটফর্ম

তেরখাদা প্রতিনিধিঃ জয়সেনা পল্লী সমাজে বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা অতি দরিদ্র কিশোরী মেয়েদের কে বাল্য বিবাহ না দেওয়ার জন্য বাল্য বিবাহ বন্ধে তাদের জন্ম নিবন্ধন দেখে তথ্য কার্ড বিতরন করা হয়। এ উপলক্ষে গত ২৮ আগস্ট তেরখাদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা র উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শরাফাত হোসেন মুক্তি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। বক্তারা তাদের বক্তব্যে বাল্য বিবাহ, নারী পাচার, নারীর ক্ষমতায়ন,নারীর অর্থনৈতিক উন্নয়ন,বিভিন্ন সরকারি প্রশিক্ষণ , নারীর অধিকার, সর্বোপরি দরিদ্র, প্রান্তিক নারী, শিশুদের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোকপাত করেন। বৈঠকে নারী, কিশোরী সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সচেতনমূলক কার্যক্রম করা হয়। এ সময়ে নারী নির্যাতনের প্রাথমিক হাতিয়ার বাল্য বিবাহ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রশান্ত কুমার দে।(ZM).(SELP).নারী,শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় হেল্প লাইন এর ব্যবহার সম্পর্কে বিধিনিষেধ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ASI ইকরামুল শেখ ও অন্যান্য সহযোগি কনস্টেবল। ব্র্যাকের থেকে আরও উপস্থিত ছিলেন নয়ন কুমার ঘোষ .( DM).(SELP).সার্বিক সহযোগিতায় ছিলেন লিপি বিশ্বাস। A/O.(SELP).।

Image
Image
Image
0
0
0
0
0
0
0
0
0
0 Comments

Follow Us on Facebook