বেলা বয়ে যায়
বেলা বয়ে যায়

বেলা বয়ে যায়

- শেখ আশিকুর রহমান

 

বেলা বয়ে যায়

- শেখ আশিকুর রহমান

""""""""""""""""""""''"""'''"""""""""""""""

বেলা বয়ে যায়, ডুবিছে রবি

সবাই ঘুমেতে বিভোর,

বিন্দু আমি আধার নিশিতে

জেগে আছি সারা রাতি!

ভেবেছিনু বুঝি একাকী আমি

কেহ নয় মোর সাথী,

নিঝুম রাতে জোনাকিরা দেখি

জ্বালিয়ে দিয়েছে বাতি।

মনে ছিল যত লুকানো কষ্ট

আবেগের জাল ছিড়ে

তামসীর মাঝে আলো যে থাকে

বুঝিলাম অন্ধিকা জেগে!

নিশীথ আঁধারে লুকোচুরি খেলে

দিগন্তের তারা গুলি,

তামসীর মাঝে উষালোক থাকে

কখনো বুঝিনি আগে।

দিগন্ত থেকে নিশাপতি বলে

বেলা ফিরে আসে যদি,

হারিয়ে যাবে যে তামসীর মায়া

সামনে আবেগি নদী,

আবেগি নদী মোরে ডেকে বলে

গান সোনো যদি তুমি!

ঢেউয়ের সুরে নিশাচর পাখি

গেয়ে চলে নিরবধি ।

নিশীথ পাখির কিচিমিচি শুনে

নিশি ডুবে আসে প্রাতে,

জীবন সে তো ক্ষণিকের লাগি

এই আয়ন এর মাঝে!

আসিলে ভুবনে চলে যাবে সবে

রেখে যাবে স্মৃতিটুকু,

ভালো লাগা যত পড়ে রবে হেথা

অয়ন, ললিত মিছে।

কেউ ঘুমিয়ে, কেউ জেগে থেকে

কেউবা আমারই মত

কেউবা আবার জীবন জুয়াতে

নিশি জেগে থাকে মেতে !

পরান পাখি কালো শিরা বেয়ে,

ভাটির দিগন্তে এলে

ভাবো একবার পাখি ছাড়া দেহ

কেমন করিয়া চলে।।

আবেগমথিত নিশি রাত যদি

কভু নাহি হত শেষ,

নিশি বয়ে যায়, বেলা চলে যায়

স্মৃতি নিয়ে আছি বেশ।

0
0
0
0
0
0
0
0
0
0 Comments

Follow Us on Facebook