রূপসায় নিখোঁজের ৪ দিন পর পরশের লাশ উদ্ধার,জানাজা সম্পন্ন। 
রূপসায় নিখোঁজের ৪ দিন পর পরশের লাশ উদ্ধার,জানাজা সম্পন্ন। 
বিশেষ সংবাদ updated 6 months ago

রূপসায় নিখোঁজের ৪ দিন পর পরশের লাশ উদ্ধার,জানাজা সম্পন্ন। 

Rupsha News

রূপসায় নিখোঁজের ৪ দিন পর পরশের লাশ উদ্ধার,জানাজা সম্পন্ন। 

মাহাবুব আলম খুলনা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের এসকেন্দার লস্করের পুত্র পরশ লস্কর (২৪) এর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। পুলিশ জানায় গত ২৯ জানুয়ারি সন্ধ্যার সময় জেলখানা ঘাটে ট্রলারে উঠার সময় পা পিছলে নদীতে পড়ে যায় পরশ লস্কর। অবশেষে আজ ১ ফেব্রুয়ারি দুপুরে তার মৃতদেহ ১ নং কাস্টমঘাট এলাকা থেকে  উদ্ধার করা হয়। পরে মৃতদেহ বাড়িতে আনা হলে পরশের পিতা মাতা সহ আত্মীয় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এসময় এলাকায় শোকাবহ পরিবেশে সৃষ্টি হয়। পরশের জানাজা আজ বাদ আসর মদিনাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ,মাওলানা কবীরুল ইসলাম,গাউসুল লস্কর, আতিয়ার খাঁ,ইদ্রিস সরদার,আঃ হাই মোল্যা,ইসহাক সরদার,মোহাম্মদ শিকদার,মাহিরুল হক মাহি,আবুল কালাম আজাদ,মুসা লস্কর,সেকেন্দার আলী মোল্যা, হুমায়ূন কবীর,আনোয়ার লস্কর,খায়রুল ইসলাম খোকন, ডালিম লস্কর,মুরাদ মোল্যা,সাজ্জাদুর রহমান,তাহমিদ বাশার তিশাদ,হাসান আলী,মোল্যা রুবেল হোসেন,আকাশ মোল্যা প্রমূখ।
এরপূর্বে তাকে শেষ দেখা দেখতে যান রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাধন অধিকারী,রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,ইউপি সদস্য রঞ্জু হালদার, পূজা পরিষদ নেতা ঝলক বিশ্বাস প্রৃমূখ। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম জাহেদী। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

Image
0
0
0
0
0
0
0
0
0
0 Comments

Follow Us on Facebook